রাজীবপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার মূল হোতাকে বিশু আলমকে গ্রেফতার করে ঢুষামারা থানা পুলিশ । কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক ঢুষমারা থানা পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঢুষমারা থানার মামলা নং-১, তাং-০৬/০৬/২০২৩ খ্রিঃ ধারা- ২০০০ সালের না.শি.নি দমন আইনের ৯(৪)(খ)/৩০ এর এজাহারনামীয় ১নং আসামীএবং ধর্ষন চেষ্টার মুল হোতা পলাতক আসামী মোঃ বিশু আলম (২৩) কে ময়মনসিংহ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, অষ্টম শেণির ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সোপর্দ্দকৃত আসামী সহযোগী অন্যান্য আসামীসহ ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় মামলা রুজুর পর হতে এখন পর্যন্ত মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

