
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার থানার
মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেলের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. মোঃ শাহ আলম (২৫), পিতা- মোঃ নাজির হোছন, মাতা-শামারোক বেগম , গ্রাম-কানজরপাড়া, করাচী পাড়া, ০৫ নং ওয়ার্ড, ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা –কক্সবাজার এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩০ জুলাই ২০২৩, ০৩.১০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ৩০, তারিখ-৩০/০৭/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।