
আবদুর রাজ্জাক।।
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি নুরুল আমিন ভুট্টো (২৪) কে গ্রেফতার করেছে। রবিবার (৩০ জুলাই) সকাল ৫ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে উখিয়া থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে উখিয়া করইবুনিয়া, চাকবৈঠা,৫ নম্বর ওয়ার্ড, রত্না পালং এলাকার মৃত আলী আহমদের পুত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি নুরুল আমিন ভুট্টো (২৪) কে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে ।
তার বিরুদ্ধে উখিয়া থানায় ৬টি মাদক মামলা রয়েছে এবং সে বিগত চার মাস পূর্বে জেল হাজত থেকে জামিনে বের হয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
গ্রেফতারকৃত নুরুল আমিন ভুট্টোর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে প্রকাশ।।