
সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২
জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন আজ (শনিবার) ২৯জুলাই সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ার ফায়ার স্টেশন অফিসের সামনে মেছাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাদারীপুর জেলার বাসিন্দা হুমায়ুন খানের স্ত্রী বেবী বেগম (৫০)। অপরজন প্রাইভেট কারের ড্রাইভার।তার নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি(খুলনা মেট্রো-০৪ ০০৯৯) খুলনা থেকে সাতক্ষীরা এবং প্রাইভেটকারটি(ঢাকা মেট্রো-৩৯ ৩৬৬৯) সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল। সকালে প্রাইভেটকারটি মেছাঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার পরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকার দুটি ঘটনাস্থল থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বাস উল্টে খাদে পড়ে যায় ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২জন নিয়ত হয়েছে ও ২৫ আহত হয়েছে । খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।