
নিজস্ব প্রতিবেদক মিজানুর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এনা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাবেদ মন্ডলের রাইস মিলের চাতালের সামনে এ ঘটনা ঘটে বলে যানা যায় ।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে নিশ্চিত করেছেন।নিহতরা হলেন ২৫ বছর বয়সি শাহিন আলম , ২৩ বছরের সুমন মিয়া ও ২২ বছরের সাগর মিয়া। তারা সবাই আন্ধারীঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় তারা ট্রলি চালক ছিলেন।প্রত্যক্ষদর্শী রিপন মিয়া বাংলাদেশ সংবাদ প্রতিদিনকে জানান, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাবেদ মন্ডলের রাইস মিলের চাতালের সামনে এলে বাসটি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।রিপন বলেন, ‘আমরা তাদের হাসপাতালে নেওয়ার সময়টুকুও পাই নাই।’স্থানীয় যুবক রিপন মিয়া বলেন, ‘সারা দিন কাজ করে সন্ধ্যার পর মোটরসাইকেলে করে বিভিন্ন রাইস মিলে ট্রলির ভাড়ার টাকা কালেকশনের জন্য তারা বের হইছিল। টাকা কালেকশন শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।’