
সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
সারা দেশে এক যোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফলা প্রকাশিত হয়েছে। এবছর গড় পাশের হার ৮০.৩৯% এবং মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এদিকের সমগ্র দেশের ন্যায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর স্কুল,ভোকেশনাল ও দাখিল মাদ্রাসা শাখা হতে মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৯৮৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১৪৪৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সেই হিসেবে গড় পাশের হার ৭২.৭৫% এবং মোট জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ৪৪ জন। উপজেলার স্কুল শাখার ১৬টি প্রতিষ্ঠান থেকে ১৫৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১০৫০ জন।জিপিএ – পেয়েছে ২০ জন।সাফল্যের দিক থেকে এগিয়ে রয়েছে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানে ৯টি করে জিপিএ-৫ এবং ১টি করে জিপিএ -৫ পেয়েছে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ এবং রমজান রুপজান বাগেরখাল একাডেমি। এবছর এসএসসি ভোকেশনাল শাখা হতে উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে ২৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এবং ২১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ – ৫ পেয়েছে ২৩ জন। ভোকেশনাল শাখায় সফলতার দিক থেকে এগিয়ে প্রায় সবকটি প্রতিষ্ঠান। এরমধ্যে জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজ ( ভোক) ৮৭.৭১%,আমেনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউট ৮৯.৭১%, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ( ভোক) ৮৩.৩৩%,সারিঘাট উচ্চ বিদ্যালয় ( ভোক) ৮৭.৫০% এবং রমজান রুপজান বাগেরখাল একাডেমি ( ভোক) শাখা হতে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে।উপজেলার মাদ্রাসা বোর্ড থেকে ৪টি প্রতিষ্ঠান হতে ১৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১৭৭ জন যার মধ্যে খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা হতে একজন শিক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে।