
সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ সামগ্রি বিতরণ করা হয়েছে।২৫ জুলাই ( মঙ্গলবার) বেলা ১১ ঘটিকায় প্রানীসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গনে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানীসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে মুরগী ও হাঁস পালনের সুবিধার্থে কাটের তৈরী ২০০ পিছ খোঁপ ও ১০ জন খামারীদের মধ্যে অধিক উৎপাদনশীল উন্নত জাতের ঘাস চাষের জন্য নগত পাঁচ হাজার টাকা জনপ্রতি, প্লটের জন্য সাইনবোর্ড ও ঘাসের কাটিং বিতরণ অনুষ্ঠিত হয়। উক্তো উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রিপা মনি দেবী। উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রিপা মনি দেবী বলেন, সরকার প্রানী সম্পদের উন্নয়নে এবং প্রানীসম্পদ নির্ভর আর্থিকভাবে পুরুষ মহিলাসহ পরিবারের সচ্ছলাতা আনায়ন ও লাভবান করতে প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে।আপনারা সুবিধাভোগী সকলে প্রাপ্ত উপকরণ সমূহের সঠিক ব্যবহার করুণ এবং প্রানীসম্পদ দপ্তরের সহযোগিতা গ্রহন করুণ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা মো সাইফউদ্দিন, উপসহকারী প্রানীসম্পদ অফিসার মো আবু জাহের,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, উপসহকারী প্রানীসম্পদ অফিসার মো মজিবর রহমান,এফ এ আবু জাফর মো রাজু, এফএফ পম্কজ দেব লিওন,এলএফএফ মো হাবিবুর রহমান, সামসুদ্দিন আহমেদ,এলএফএ মো শফিকুল ইসলাম, সিএই রুমান আহমেদ, এলএফএ রাজিব আহমেদ, এলএসপি শরীফ উদ্দিন সহ উপরকণ সুবিধাভোগী বিভিন্ন এলাকা থেকে আগত পুরুষ মহিলা খামারীবৃন্দ।