
নড়াইল প্রতিনিধি
নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ শ্লোগান কে সামনে নিয়ে নড়াইলে লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আঃ হান্নান রুনু, উপজেলা মৎস্য কর্মকর্তার সরদার জুলফিকার আলী, লোহাগড়া মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভুইয়া,লোহাগড়া মৎস্য জীবি লীগের সভাপতি শ্রীকান্ত বিশ্বাস প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী জানান, ২৪-৩০ জুলাই উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।