
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দ পুলিশ ( ডিবি)। রবিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের এ ১০ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, খোরশেদ আলম (২০), মোবারক হোসেন (২২) শহীদুল ইসলাম (১৯),ওয়াসিম (২৬), মোহাম্মদ রুবেল (২২), জাফর আজম (৩৫), রুবেল (৩৭), মোহাম্মদ ছাবের প্রকাশ সাগর(২৩) শাকিল (২৬) জাকির (৩৪)আটককৃতদের বিরুদ্ধে সোমবার (২৪ জুলাই) কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।