
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে চাড়াল কাটা নদীর পাড় কেটে বালু পাচারের দায়ে যুগোল চন্দ্র গীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।সোমবার সকালে বাহাগিলী ইউপির বাহাগিলী সৈন্নাসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মিন্টু চন্দ্র গীরের ছেলে।এ ঘটনায় বাহাগিলী ইউপির ভূমি অফিসের তহশীলদার শাহাজাহান আলী বাদি হয়ে এ অভিযোগ করেন। জনা গেছে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বালুভর্তি মাহিইন্দ্রা ট্রাকটর জব্দ করেন।এসময় অভিযুক্ত যুগোল ও তার গাড়ির ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। ইউএনও নুর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন,এর আগেও এ অপরাধে তাকে একাধিকবার ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন,অভিযোগ পেয়েছি।এখনো মামলা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানায়,বালু খেকো যুগোল দীর্ঘ কয়েক বছর ধরে রাতের অন্ধকার অবৈধভার বালু পাচার করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।