
মোঃফেরদৌস, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের ২৭৭ তম শাখা উদ্বোধন করা হয়েছে।সোমবার(২৪ জুলাই)দুপুরে পৌর শহরের সাব- রেজিস্টার অফিস সংলগ্ন ব্যাংকের এ শাখার উদ্বোধন করা হয়। কর্মসংস্থান ব্যাংকের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে ও আঞ্চলিক ব্যবস্থাপক মিলন কুমার হাওলাদার এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর (৩) মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃমোঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ সায়েদুল ইসলাম।এছাড়ও বক্তব্য দেন,কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক শিরীন আক্তার,মহা ব্যবস্থাপক গৌতম সাহা, পৌর প্রশাসক আরিফ-উল হক,থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার,কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় উপ- পরিচালক নজরুল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তিন জন নারী কে স্বাবলম্বী হওয়ার জন্য দুই লাখ টাকা করে ৬ লাখ টাকা ঋণ প্রদান করেন। এর আগে প্রধান অতিথি ডাঃ রুস্তুম আলী ফরাজী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থান ব্যাংকের শুভ উদ্বোধন করেন।
বার্তা প্রেরক,মোঃফেরদৌস