
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়াল্ড ভিশন বাংলাদেশের নির্বাচিত হতদরিদ্র পরিবারের সদস্যদের নিরাপদ পুষ্টির চাহিদা পুরণ ও আয়বর্ধক হিসেবে বাড়ির আঙিনায় পুষ্টি সমৃদ্ধ সবজী ও ফলের চাষ বিষয়ক ২দিনের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।কিশোরগঞ্জ এপি,ওয়াল্ড ভিশনের আয়োজনে চাঁদখানা ইউপির বগুলাগাড়ি গ্রামের এসডিএফ অফিসে ১৮-১৯ জুলাই ও বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি খামালটারী এসডিএফ অফিসে ২৩-২৪ জুলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে বাহাগিলীতে ২০জন ও চাঁদখানায় ৩০জনসহ মোট ৫০জন নির্বাচিত হতদরিদ্র নারী সদস্য অংশগ্রহন করেন।প্রশিক্ষণ প্রদান করেন,বাহাগিলী ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা নাসিমা আক্তার ও চাঁদখানা ব্লকের নুরুজ্জামান সরকার।সংস্থাটি জানায়,হতদরিদ্র পরিবারের বাড়ির আঙিনায়(পারিবারিক)হরেক সবজী ও ফল বাগানের মাধ্যমে একদিকে বারোমাসে পুষ্টির চাহিদা মিটবে,অন্যদিকে ফল-ফসল বিক্রি করে বাড়তি আয়ও হবে এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চত হবে।এসব পরিবারের মাঝে বিনামূল্যে সবজীর বীজ ও ফলের চারা বিতরণ করা হবে।আয়োজিত প্রশিক্ষণ ২টি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা।