কবি শাহাদাত হোসেন তালুকদার
ভালোলাগা জাগা পৃথিবী গড়া
ভালোবাসা তরল কঠিন,
ভালোবাসার চিত্তে লুটোপুটি গড়াই
প্রতীক্ষার ভালোবাসা রঙিন।
অনুভূতির প্রাণে বর্নিল স্বপ্ন
ভালোবাসা পূর্ণ পৃথিবী,
যেই ভালোবাসায় স্রষ্টা জাগে
জাগিবে তাহাই কবি।
প্রীতি বন্ধুত্ব শ্রদ্ধা ও সন্মান
ভালোবাসায় ভালো কয়,
ভালোবাসার শিক্ষা মমতা মায়া
সত্য বৈ মিথ্যা নয়।
হৃদ্যতা কিবা সহানুভূতি সম্প্রীতি
ভালোবাসার জায়গা এক,
ভালোবাসার ধারা মানে না বাঁধা
ইহার সুদূরের গতিবেগ।
ভালোবাসার রং রক্তিম লালে
সত্যের রং শ্বেত ফুলে,
উপচে অধিক সরল ভালোবাসা
দিবারাত আলো জ্বলে।
ভালোবাসার ঋন দিতে চাই যত
ফিরে আসে অন্তরে,
ভালোবাসার কারণে বিমুগ্ধ ধরিত্রী
সবকিছু উজাড় করে।
ভালোবাসা পবিত্র ভালোবাসা স্বীকৃত
ভালোবাসার মানুষ মন,
বাঁধাহীন চলে ভালোবাসার সারথী
ভালোবাসা বলিয়ান।

