
মোঃ জুয়েল রানা নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধিঃ
কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে রাত আনুমানিক ২:৩০ মিনিটের আম্বিয়া খাতুন নামের এক মহিলা খুন হয়েছে বলে জানা যায়,
এলাকাবাসী জানায়, নিহত হওয়া ব্যক্তির নাম আম্বিয়া (৪০), আম্বিয়া প্রথম স্বামী হবিউর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেলে, হবিউর রহমানের আপন ছোট ভাই মজিদ মিয়া তার আপন বাভি আম্বিয়াকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে এক সময় আম্বিয়া অপারক হয়ে দেবর মজিদ মিয়াকে বিয়ে করতে বাধ্য হয়।দেবরকে বিয়ের সময় আম্বিয়া তিন সন্তানের জননী।বিয়ের পরও দেবরের সঙ্গে বেশীদিন টিকেনি আম্বিয়ার সংসার, মাত্র একবছরের মাথায় স্বামী মজিদ মিয়ার অত্যাচার সইতে না পেরে গ্রাম্য সালিশের মাধ্যমে মজিদ মিয়াকে ডিবোস দিলে বিভিন্ন ভাবে সে তার ভাবিকে ,হুমকি দিতো।আজ রবিবার রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে মজিদ মিয়া ঘরে ঢুকে দারালো চুরি দিয়ে আম্বিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন (৩৫)এবিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম জানায়, নিহত আম্বিয়ার লাশ কলমাকান্দা থানায় আনা হয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে, এবং এই ঘটনায় জরিত থাকা সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মজিদ মিয়াকে আটক করা হয়েছে।পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।