
এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) থেকেঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামাল সহ ২ জনকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, , আব্দুল মজিদ(২৪) ও মোঃ রাশেদ প্রঃ রাসেদ(২০), উভয় পিতা-মৃত মোঃ আকতার, মাতা-লুৎফা বেগম, সাং-মধ্যম কোনাখালী, ৩নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার।২২ জুলাই’২৩ ইং শনিবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম- এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম এর তত্ত্বাবধানে বাঁশখালী থানার এসআই(নি:) রাজিব চন্দ্র পোদ্দার, এসআই(নিঃ) আহসান হাবীব, এএসআই(নিঃ) আব্দুল খালেক, এএসআই(নিঃ) আবু তাহের সঙ্গীয় ফোর্স সহ কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা হইতে বাঁশখালী থানার মামলা নং-৫৭, তারিখঃ২২/০৭/ ২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড এর চোরাইকৃত ১টি HP Probook-5 ল্যাপটপ, ১টি স্মার্ট মোবাইল, ট্যাব ১টি ও ১টি স্মার্ট ঘড়ি উদ্ধার সহ আসামী আব্দুল মজিদ(২৪) ও মোঃ রাশেদ প্রকাশঃ রাসেদ(২০), উভয় পিতা-মৃত মোঃ আকতার, মাতা-লুৎফা বেগম, সাং-মধ্যম কোনাখালী, ৩নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করা হয়।উল্লেখ্যঃ গত ২০ জুলাই ইউনিয়ন ব্যাংক বাঁশখালী শাখার ম্যানেজার জাহিদুল ইসলামের ভাড়া বাসায় সংঘবদ্ধ চোরের দল দুর্ধর্ষ এক চুরির ঘটনা সংঘঠিত করে মুল্যবান মালামাল নিয়ে গেলে ক্ষতিগ্রস্থ ব্যাংকার জাহিদুল ইসলাম বাঁশখালী থানায় মামলা দায়ের করলে সে মামলার সূত্র ধরে বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে মালামাল সহ ২ জনকে গ্রেফতার করে আইনে সোপর্দ্দ করে।