
বিশেষ প্রতিনিধি মোঃ হাদিস উদ্দিন >>> মনবিলাস ক্যাফে এন্ড অ্যারেষ্টুরেন্ট নামে গত 29/6/2023 পবিত্র ঈদুল আযহার দিন মিলাদ মাহফিলের মাধ্যমে হোটেলের কার্যক্রম শুরু হয়,হোটেল মালিক মোঃ মানিক প্রধানকে জিজ্ঞাসা করা হলে উনি বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে জানান দীর্ঘ প্রায় একশত বছর যাবত আমাদের এই পর্যটক এলাকায় কোন ভালো হোটেল না থাকায় অনেকেই এসে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, সেই কথা চিন্তা করে আমি আমার এলাকার সৌন্দর্য ও মনোরম দৃশ্য পর্যটক এরিয়া দেশবাসীকে জানানোর জন্যই আমি এই হোটেলটি চালু করেছি, যাহাতে কেউ এসে কোন ধরনের বিশৃঙ্খলা এবং খাবারের জন্য কোন কষ্ট না করতে হয় ,আমি সেই ব্যবস্থা করে রেখেছি, সেই সাথে আমাদের হোটেল স্টাফ পর্যটকদের জন্য সব সময় ঘুরেফিরে দেখানোর জন্য আমাদের একজন প্রতিনিধি নিয়োজিত থাকবে, সেই সাথে খাবারের মান ভালো রাখার জন্য আমি দুইজন বাবুর্চি এনেছি যাহাতে করে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে খাওয়াতে পারে পর্যটক ভাইদের , তখন মানিক প্রধান আরো বলেন ভ্রমন প্রিয় সকল শুভাকাঙ্ক্ষীদের আমি আহ্বান জানাবো যাহাতে করে আমাদের এখানে আসার আগে আমাদের ম্যানেজার সাহেবের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা আসবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকবো ধন্যবাদ আপনাকে, আসলেই খুব সুন্দর এবং মনোরম দৃশ্য, পাহাড়ি অঞ্চল ভারত সীমান্তসংলগ্ন এলাকা এটি, না আসলে বোঝা যাবে না কত সুন্দর স্থান এটি, রয়েছে সাত শহীদের মাজার মনোরম ঝর্ণা, রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় ,দীর্ঘ সারি সারি পাহাড়িদের আনাগোনা রয়েছে বালু পাথর কনা কয়লা উত্তোলনের কাজ দেখলে মন জুড়িয়ে যায় ,রয়েছে গারদের আদি যুগের রংবেরঙের রখুকুমারী কাজ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে বড় বড় জঙ্গল রয়েছে বন্ন্য হাতি ,বানর ,মহিষ, বন্য গরু বিভিন্ন রকমের পাখিদের আনাগোনা ঘুরতে আসা পর্যটকদের আনন্দ বাড়িয়ে তোলার জন্য রয়েছে উপজাতিদের সুন্দর সুন্দর কারো কাজের এবং ডিজাইনের রকমারি জিনিসপত্র বাংলাদেশ সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে আমরা অনেকে গিয়েছিলাম দেখার জন্য আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সেই রিপোর্ট দেশবাসীর কাছে তোলে ধরলাম ধন্যবাদ সবাইকে৷
ঠিকানা >>>মনবিলাস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর ঠিকানা কলমাকান্দা উপজেলা লেঙ্গুরা বাজার ক্যাপাসিটি মোর ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলা মোবাইল 01713518231