
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
কিশোরগঞ্জে মাদক কারবারিদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর ৩জন সদস্য আহত হয়েছেন।এ সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রখ্যাত মাদক কারবারি সাইদুল ইসলাম (৪০) হাতকড়াসহ পালিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদক কারবারি সাইদুল ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।আহতরা হলেন,মাদক দ্রব্য অধিদপ্তর নীলফামারীর সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান,সদস্য মনিরুজ্জামান ও আসাদুজ্জামান। স্থানীয়রা জানায়,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সাইদুলকে আটক করেন।তার সাঙ্গপাঙ্গরা আটককারীদের ওপর হামলা চালায়। এসময় এক হাতে লাগা হাতকড়াসহ সাইদুল উধাও হয়।পরে মৃত ইউনুছের ছেলে আলেবনূরকে পুলিশ থানায় নিয়ে যায়।কিশোরগঞ্জ থানার (ভারপ্রাপ্ত)ওসি এসএম শরীফ জানান, এ ঘটনায় জড়িত ৮জনের বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।হত্যা মামলার ওয়ারেন্টের আসামি মাদক কারবারি সাইদুলকে গ্রেফতার ও হাতকড়া উদ্ধরের চেষ্টা চলছে। একজন আটক করা হয়েছে।