
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়নের রুপকার, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের স্বপ্নপূরুষ, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ঠ্য মুক্তিযোদ্ধা মরহুম এস এম জামাল উদ্দিনের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ” চট্টগ্রাম নাগরিক ফোরাম (সিসিএফ)।১৮ জুলাই’২৩ ইং মঙ্গলবার চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচীব বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক মোহাঃ কামাল উদ্দিনের নেতৃত্বে “চট্টগ্রাম নাগরিক ফোরাম”-এর একটি প্রতিনিধি টীম চট্টগ্রাম শহর থেকে সকাল ১০ টার সময় মরহুম এস এম জামাল উদ্দিনের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার মাদার্শা গ্রামে গিয়ে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত মরহুম জামাল উদ্দিনের কবরে পুস্ফস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দরুদ ও ফাতেহা পাঠ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন। প্রতিনিধি টীমের সাথে ছিলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম নেতা প্রবীন ও সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদী, আমিরুল ইসলাম, প্রজন্ম চট্টগ্রাম নেতা জসিমুল হক, পংকজ, মরহুমের গ্রাম মাদার্শা ইউপি চেয়ারম্যান মোহাঃ সরোয়ার চৌধুরী প্রমুখঃ।
চট্টগ্রাম নাগরিক ফোরাম মহাসচীব সাংবাদিক ও লেখক কামাল উদ্দিন বলেন, মরহুম জামাল উদ্দিন ছিলেন, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে নিবেদিত প্রান এক নেতা ও স্বপ্ন পুরুষ। চট্টলবন্ধু খ্যাত নিঃস্বার্থ এ নেতা জিবদ্দশায় আজিবন চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরন ও উন্নয়নে নিবেদিত প্রান হয়ে কাজ করে গেছেন। উন্নয়ন আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি ব্যক্তি জিবনের সকল সুখ, আরাম আয়েশকে বিসর্জন দিয়ে কাজ করেছেন, তারই আন্দোলনের অর্জন হিসাবে আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র, কর্নফুলী ট্যানেল, চট্টগ্রামে বিনোদনের সুব্যবস্থা, বন্দরের উন্নতি সহ সমুহ উন্নতি সাধিত হলেও মরহুমের স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখনো। কালুরঘাঁট সেতু পুননির্মান সহ মরহুম এস এম জামাল উদ্দিনের স্বপ্নে দেখা অসমাপ্ত দাবী বস্তবায়নে এখন তাঁরই সুযোগ্য অনুসারী তৎকালীন চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচীব বর্তমান চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যরিস্টার মনোয়ার হোসেন নিবেদিত প্রান হয়ে উন্নয়ন আন্দোলনের হাল ধরেছেন বলেও জানান কামাল উদ্দিন। তিনি মরহুম এস এম জামাল উদ্দিনের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি সবার কাঁছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।