
কুড়িগ্রাম প্রতিনিধি>>>
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশের একটি চৌকশ টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে রাত্রিকালীন অভিযান পরিচালনা করে রৌমারী থানাধীন ৫ নং যাদুরচর ইউনিয়নের উত্তর আলগার চর মৌজাস্থ আসামি মোঃ হবিবর রহমান ওরফে হবি মুন্সী(৪১),মৃত আব্দুল মোতালেব এর বসতবাড়ির দক্ষিণ দুয়ারী আধাপাকা চৌচালা টিনের শয়ন ঘরের ভিতরে খাটের নিচ হতে লাল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো পাটের সুতলি দ্বারা বাধা অবস্থায় দুই পোটলা শুকনা গাজা যার একটিতে ০৪ কেজি ৩০০ গ্রাম শুকনা গাজা, অপরটিতে ২ কেজি ২০০ গ্রাম শুকনা গাজা এবং সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে খোলা অবস্থায় ১ কেজি শুকনা গাঁজা সহ সর্বমোট ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গত ১৯/০৭/২০২৩ তারিখ রাত ১টার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে রৌমারি থানার মামলো নং০৯, তারিখ- ১৯ /০৭/ ২০২৩ ইং ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯( খ) রুজু পূর্বক গ্রেফতার কৃত আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পৃথক আরেকটি অভিযানে মাদক মামলার এক বছরের সাজা পরোয়ানাভুক্ত এবং আরো ০১ টি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোহাম্মদ দুলাল হোসেন(৩০), পিতা- রবিউল ইসলাম,গ্রাম- দক্ষিণ আলগাচর,থানা -রৌমারী,জেলা- কুড়িগ্রাম কে গ্রেফতার করা হয় এবং একই রাত্রে মাদক মামলার ছয় মাসের পরোয়ানা ভুক্ত অপর পলাতক আসামি রেজাউল(৪৫), পিতা- মৃত কসব উদ্দিন,গ্রাম- নওদাপাড়া, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম কে গ্রেফতার করা হয়। উভয় কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।