
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-কে মেম্বারশিপ সার্টিফিকেট প্রদান করেছে সৌদি আরবের রিয়াদস্থ ওয়ার্ল্ড এ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ-‘ওয়ামী’। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়ামীর সাথে নতুনমাত্রায় সম্পর্ক পুনঃস্থাপিত হয়। ৩০ মে ২০২২ আইআইইউসি’র শরীয়া ফ্যাকাল্টিতে ‘ওয়ামী’র অর্থায়নে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়। সৌদি বাদশাহর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ একটি আন্তর্জাতিক ইসলামী শিক্ষা সংস্থা, যা জাতিসংঘের অর্গনাইজেশন ব্যুরোর সদস্য। যার উদ্দেশ্য হল- ‘মুসলিম যুবকদের আত্ম পরিচয় সংরক্ষণ করা এবং আধুনিক সমাজে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা কাটিয়ে উঠতে সহায়তা করা’। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’কে ওয়ামী’র মেম্বারশিপ সার্টিফিকেট প্রদান করায় ওয়ামীর সেক্রেটারি জেনারেল ড. সালেহ সোলাইমান আল-ওহাইবিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এক বিবৃতিতে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ‘ওয়ামী’র মেম্বারশিপ সার্টিফিকেট প্রাপ্তি আইআইইউসির জন্য বিশাল প্রাপ্তি।