
নজরুল ইসলাম চন্দনাইশা প্রতিনিধি চট্টগ্রাম>>>নতুন সূর্য, নতুন দিন,একটি নুতুন পৌরসভার স্হান পেল দোহাজারীবাসী,,,পৌরপিতা হিসাবে ১ম প্রথম বারের মত দোহাজারী পৌরপিতা হলেন আলহাজ্ব মোঃ লোকমান হাকিম।শান্তিপূর্ন ভাবে ইভিএম এর মাধ্যমে দোহাজারী পৌরসভার ১ম বারের মত ভোট গ্রহন অনুষ্টিত হয় ১৭ জুলাই,২৩ ইং রোজঃ সোমবার,সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে,ত্রিমুখী মেয়র পদে নির্বাচন অনুষ্টিত হয়,মেয়র পদে, আলহাজ্ব মোঃ লোকমান হাকিম নৌকা মার্কায় ভোট পায়,১৯০৬৮,নারিকেল গাছ মার্কায় আবদুল্লাহ আল নোমান বেগ,২২৫৮ ভোট পায় এবং মোমবাতি মার্কায় মোঃ জয়নুল আলম,১১৯৭ ভোট পায়, আওয়ামীগের মনোনীত প্রতিক নৌকা মার্কায় জনাব,আলহাজ্ব মোঃ লোকমান হাকিম ১৯০৬৮ ভোট পেয়ে বিজয় হিসাবে বেসরকারি ভাবে দোহাজারী মেয়র হিসাবে নির্বচিত হন।
নির্বাচনে জয়ী আলহাজ্ব মোঃ লোকমান হাকিম বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন শেখ হাসিনা আমাকে প্রার্থী করে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন।দোহাজারী পৌরবাসী প্রধানমন্ত্রীর সম্মান রেখেছেন। তারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না।এটি আমার একা বিষয় নয় এটি আমার পৌরসভার সকল শ্রেণীর সমগ্র মেহনতি মানুষের বিজয়? আমি দোহাজারী পৌরসভার উন্নয়ন করে এ ভালোবাসার বিনিময় দেব, এটি আপনারা বিশ্বাস রাখতে পারেন ৷মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ রূপকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে,তাহলে পরিশুদ্ধ বাংলাদেশ করা সম্ভব,আওয়ামী লীগ সরকার দেশ ও জাতির কল্যাণ,যথেষ্ট ভূমিকা রেখেছেন,যাহা দৃশ্যমান আপনারা দেখতেছেন,পরিশেষে আমার এলাকার দেশ-বিষ্যতে অবস্থানরত সকলকে অনুরোধ করব আমার পাশে থেকে এলাকার উন্নয়নে পরামর্শ ও সহযোগিতা করার জন্য সর্বোপরি সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি ৷