
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যে দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ৬৮হাজার গ্রামবাংলার নয়নেরমণি, ৯বছরের সফল সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এঁর ৪র্থতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (১৫জুলাই)দুপুরে উপজেলা জাতীয় পার্টির একাংশের আয়োজনে প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবেক সেক্রেটারী আলম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন,জাতীয় পার্টির পুটিমারী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল হোসেন,নিতাই ইউনিয়নের সাবেক সভাপতি উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ দুলাল হোসেন,বাহাগিলী ইউনিয়নের মোকলেছার রহমান মুকুল শাহ্,রনচন্ডি ইউনিয়নের আব্দার রহমান প্রমুখ।এ ছাড়াও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের যুবসংহতি ও ছাত্র সমাজের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভায় আলম হোসেন বলেন,স্থানীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের সীমাহীন দুর্নীতির কারণে এ উপজেলায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।তাই আমরা তার খাই খাই রাজনীতির সাথে না থেকে উপজেলা জাতীয় পার্টির একাংশের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।পরিশেষে নেতাকর্মীদের মূখোরিত আমিন আমিন ধ্বনিতে প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী ও তার সহধর্মিনী বেগম রওশন এরশাদ এঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।পরে নেতাকর্মীরা বৈশাখী হোটেল এন্ড রেস্তোরাঁয় এক মধ্যাহ্ন ভোজে মিলিত হয়।