নিজস্ব প্রতিনিধিঃ>>
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি মেজর জেনারেল এ কে এম নাজমুল হোসেন , পরিদর্শন করেন অদ্য ১১ জুলাই ২০২৩ তারিখে বিজিবি’র সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ এবং সহাবস্থিত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এসময় তিনি ব্যাটালিয়ন সদরে হাউজ গার্ড সালাম গ্রহণ, বৃক্ষরোপন এবং কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ করেন। এরপর বিজিবি মহাপরিচালক ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের অপস রুমে ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডারের ব্রিফিং গ্রহণ করেন। ব্রিফিং শেষে বিজিবি মহাপরিচালক ১৫তলা বিশিষ্ট রেজিমেন্টাল কোয়ার্টার উদ্বোধন করেন এবং বিজিবি ইন্ডোর স্ট্যাডিয়াম পরিদর্শন করেন।
অতঃপর বিজিবি মহাপরিচালক সেক্টর সদর দপ্তরের মাল্টিপারপাস সেডে সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ভিডিও টেলিকনফারেন্স এবং সিগন্যাল সেটের মাধ্যমে ময়মনসিংহ সেক্টরের অধীনস্থ সকল ব্যাটালিয়ন এবং বিওপি/ক্যাম্প পর্যায়ের সকল বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। এসময় বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে কুশলাদি ও মতবিনিময় বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।