জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>
পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় মো. কামরুদ্দিন নামের ৯০ বছর বয়সি এক বৃদ্ধ নিহত হয়েছেন।রোববার (০৯ জুলাই) দুপুরের দিকে ঈশ্বরদীর ফতেমহাম্মদপুর ফুটবল মাঠের পাশে রেল সড়কে এ ঘটনা ঘটে।কামরুদ্দিনের বাড়ি উপজেলার ফতেমহাম্মদপুর এলাকায়।নিহতের ছেলে মিন্টু আলী বলেন, আমার বাবা কানে শুনতে পান না। তিনি রেললাইন পার হয়ে বাড়িতে আসার সময় হটাৎ মালবাহী ট্রেন চলে আসে। হর্ন শুনতে না পাওয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে মারা যান।রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে

