কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ২৮-৬-২৩
কর্ম করে বাঁচতে চায়
কর্ম হতে আয়
পরিজন নিয়ে সুখ শান্তিতে
বাঁচতে সবে চায়।
কামার শালায় অবিরাম শব্দ
সকাল থেকে সাঁঝ
লোহা পেটানো নয়তো সহজ
বেশ শক্ত কাজ।
কয়লার ভিতর আগুন জ্বালিয়ে
লোহা পোড়ানো হয়
কাঙ্ক্ষিত দ্রব্য বানাতে তারা
মনে রাখে না ভয়।
পুরুষ মহিলা দু’জন মিলে
করে শক্ত কাজ
তাতেই তাদের অন্ন জোটে
তাতেই জীবন সাজ।
ছোট্ট বেলায় কামার পাড়ায়
যেতাম নিত্য দিন
কয়লার আগুন জ্বালানো দেখে
ভাবতাম নিজেকে হীন।
রাতের বেলার আগুন ঝলকানিতে
ধান্ধা লাগতো চোখে
মাথা তখন ঘুরিয়ে রেখে
বসতাম তখন বেঁকে।
কাজের জন্য যায় সবে
বাচ্চাদের যায় না দেখা
স্বীয় মনে ভাবি তখন
ছিলাম কি তখন বোকা।

