ইমদাদুল হক খোকন বিশেষ প্রতিনিধি- নরসিংদী>>>
ঐতিহ্যবাহী নরসিংদী মডেল কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো নরসিংদী ড্রিম হলিডে পার্কে।উক্ত অনুষ্ঠানে ২০২৩ সালের ছাত্র ছাত্রীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি, জনাব মুহাম্মদ নূরুল হুদা, মহা পরিচালক বাংলা একাডেমি, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা; বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসলাম সানী, মোঃ হাবিবুর রহমান, সভাপতি, নরসিংদী প্রেসক্লাব। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ আলী, রেক্টর, নরসিংদী মডেল কলেজ ও সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ। আরও বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের পরিচালক মোঃ জাকারিয়া প্রধান, পরিচালক মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, প্রভাষক মইনুল ইসলাম মিরু ও আসাদ সরকার রাব্বি প্রতিষ্ঠাতা সভাপতি সাহিত্যের সন্ধানে নরসিংদী প্রমুখ।
মন্তব্য