মোঃ জুয়েল রানা কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ>>>
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় রুপিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়। মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
আটকরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. আব্দুল কুদ্দুস (২৯) ও একই ইউনিয়নের জগনাথপুর গ্রামের সাবিনা (৩৫)।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ফুলবাড়ি এলাকা থেকে দুজনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ৯৭ হাজার ৫০০ রুপি জব্দ করা হয়।
বিজিবি লেংগুরা বিওপি এর নায়েক সুবেদার মো. ফিরোজ মোল্লা বলেন, তারা দেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে। পরে ভারত থেকে বিভিন্ন মালামাল কিনে অবৈধ পথে দেশে আনে
মন্তব্য