সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় ২০ ই জুন মঙ্গলবার ভোর ০৫ঃ৩০ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার পুলিশের উপ পরিদর্শক ( এসআই) মো সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান অভিযান পরিচালনা করে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন এর অন্তর্গত ৪নং বাংলাবাজার সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়ক এর উপর আপন এন্টারপ্রাইজ নামক দোকান এর সামনে হইতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ টি ভারতীয় মহিষ আটক করা হয় এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিষের সাথে থাকা ৩ জন আসামি মহিষগুলো রেখে কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
এদিকে পুলিশের অভিযানে ভারতীয় মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। তিনি বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ । এছাড়াও ডাকাতি, চুরি, চোরাই উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে টহল জোরদার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
মন্তব্য