২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
খোকসায় আওয়ামী লীগ নেতার ভেজাল কারবার চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে সর্বাত্মক কাজ করবে — শামা ওবায়েদ প্রবাসীদের দুর্ভোগ লাঘবে ইতালির মিলান কনস‍্যুলেটে হেল্প ডেক্স ও তথ‍্য লেবা কার্যক্রম শুরু সেবাগ্রহীতাদের সাথে উত্তম আচরণ করতে হবে- চট্টগ্রাম জেলা প্রশাসক সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনে জামায়াতের দুইজন প্রার্থীর একসাথে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু শিবপুরের ফুলকুঁড়ি আদর্শ বিদ্যাপীঠ এর ৫ শ্রেণীর বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু নগরকান্দায় বেড়ায় খাচ্ছে ক্ষেত মালিকের দফাসারা! অপরাধ ঢাকতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন মাধবপুর উপজেলা স্টেডিয়ামে জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ: টাইব্রেকারে চ্যাম্পিয়ন বানেশ্বর
  • প্রচ্ছদ
  • জাতীয় >> রাজশাহী >> রাজশাহী
  • দুর্গাপুরে দুর্বৃত্তদের আগুনে পান বরজ পুড়ে ছাই
  • দুর্গাপুরে দুর্বৃত্তদের আগুনে পান বরজ পুড়ে ছাই

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ শাহিনুর রহমান আকাশ ভ্রাম্যমান প্রতিনিধি >>রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা ১ নং ইউনিয়ন নওপাড়া ৪ নং ওয়ার্ড গোপালপুর ফুলতলা বিলে ১৬ জুন রাত্রি আনুমানিক ৯:৩০ ঘটিকার দিকে দুর্বৃত্তদের আগুনে কোটি টাকার পান বরজ পুড়ে ছাই
    প্রত্যক্ষদর্শীর জানান দুর থেকে আগুনের শিখা দেখে স্থানীয়দের চিৎকার ও চেচামেচিতে পুরো এলাকায় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা দেখেন একই এলাকার পান চাষী মোঃ ফিরোজের উদ্দিনের পান বরজে সর্ব প্রথম আগুন লাগে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও দুর্গাপুর ফায়ার সার্ভিসেকে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান এবং প্রাথমিক ভাবে পান বরজ মালিক সহ
    এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভানোর উন্নত সরঞ্জাম ও আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় এবং বাতাসের কারণে আগুন খুব দ্রুতই আশে পাশের সমস্ত পান বরজে ছড়িয়ে পড়ে এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি দেরি করে আসাতে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে সংবাদ সংগ্রহে করতে গেলে আমাদের দেখে স্থানীয়রা বলেন আগুন নিয়ন্ত্রণ করার প্রায় ৩০ মিনিট পর দুর্গাপুর ফায়ার
    সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান কিন্তু তারা আসলেও আগুনে কোন পানি না দিয়ে তারা চলে যায় বলে এলাকাবাসীরা অভিযোগ করেন
    এলাকাবাসীর অনুরোধে দুর্গাপুর ফায়ার সার্ভিস এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন আমরা জ্বলন্ত আগুন ছাড়া পানি দিই না এবং সেখানে আমাদের গাড়ি পৌঁছাতে পারে নাই বলে ফোনের সংযোগটি কেটে দেয়া তখনোও কিন্তু ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছিল পরে বারবার তাদের সঙ্গে যোগাযোগ করা হলে
    তারা বলেন আপনারা বালতি বা জল মোটার দিয়ে নিজেরাই নিভিয়ে ফেলুন
    আগুনে ৭০/৮০ বিঘা জমির পান বরজ পুড়ে যায়। এতে করে প্রায় ৪০/৪৫ জন পান চাষীর ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন। লোকমান হুজুর আলী সমর আহাদ আবেদ আফাস উদ্দিন সাদ্দাম রাজ্জাক এবং আরো অনেকের পান বরজ পড়ে ছাই হয়ে যায়। এবং এই আগুন নিভাতে গিয়ে হাবিবুর রহমান নামের একজন পান চাষী অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেসে ভর্তির করেন পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অপরদিকে পান বরজে আগুন লাগার সংবাদ শুনে আহাদ উল্লাহ নামের অপর এক ব্যক্তি স্ট্রোক,। স্থানীয়
    মাহাতাব ও আসাদুল নামের দুই ব্যক্তি বলেন, ইচ্ছাকৃত ভাবে এই পান বরজে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করছেন এই নিয়ে এই বিলে এক থেকে দেড় বছরের মাথায় ৪ থেকে ৫ বার আগুন লাগে
    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, এলাকায় মাদকের ভয়াল থাবার কারনে বারবার এই ঘটনা ঘটেছে বলে ধারনা তাদের। মাদক সেবীরা গভীর রাতে পান বরজে তাদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে যাহার ফলে এমন ঘটনার বারবার সৃষ্টি হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page