আব্দুল্লাহ আল মারুফ >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে বাংলাদেশের সংখ্যালঘু ও সংখ্যাগুরুর মধ্যে কোনো বিভাজন থাকবে না। আমরা সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করব—ইনশাআল্লাহ।তিনি গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।তিনি বলেন, আমি ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি নির্বাচিত হয়ে এলাকাবাসীকে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। এমপি থাকা অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রাপ্ত উন্নয়ন অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করেছি—তার পূর্ণ হিসাব ‘প্রয়াস’ নামীয় পত্রিকায় প্রকাশ করেছি। আমি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছি। আগামীতে আপনাদের ভোটে আবার এমপি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।তিনি গতকাল সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়া, সৈয়দ আসকর খন্দকার পাড়া, গোলাম ফকির পাড়া, পশ্চিম সিকদার পাড়া, পূর্ব শিকদার পাড়া, পরশমণি হাসপাতাল এলাকা, কালাচাঁদ পাড়া, দেব পাড়া, কামারের ভাঙ্গা, বনিক পাড়া, ঘাটিয়াপাড়া, ডলু ব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা; ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া, আশেকের পাড়া, উজির-নাজির পাড়া, গোয়াজর পাড়া; ২ নম্বর ওয়ার্ডের ছগিরা পাড়া, মাইজপাড়া, ধুপি পাড়া, সুগন্ধা ক্লাব এলাকা; ছড়ারকুল সৈয়দ হাজী স্কুল সংলগ্ন এলাকা, সামিয়ার পাড়া; ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সতি পাড়া ও ছমদারপাড়ায় গণসংযোগ ও পথসভা করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন ও সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শাহজাহান চৌধুরী আরও বলেন, আমাকে ২০০১ সালে নির্বাচিত করেছিলেন বলেই আমি সাতকানিয়াকে পৌরসভায় উন্নীত করতে পেরেছি। আগামীতে সুযোগ পেলে আরও বেশি উন্নয়ন সাধন করব—ইনশাআল্লাহ। তিনি সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান।











মন্তব্য