৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর
  • সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আজিজুল ইসলাম,নেছারাবাদ(পিরোজপুর) >>> পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন সনাতনী সম্প্রদায়ের ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আধুনিক পিরোজপুর গড়া ও দেশের উন্নয়নে অংশীদার হতে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর নেছারাবাদ উপজেলার চিলতলা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।পথসভায় আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন,“সনাতনী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকবেন। অনেকের ধারণা, আপনারা নৌকা একটু বেশি ভালবাসেন। এটি আপনাদের রাজনৈতিক অধিকার। আপনারা যেকোনো প্রতীকের পাশে থাকতে পারেন। কিন্তু সেই মার্কা আজ আর নেই। তাই ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নে অংশীদার হোন।”তিনি আরও বলেন,”স্বাধীনতার পরাজিত একটি শক্তি নানা কৌশলে ভোট হাতিয়ে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে। তাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে দেশকে অন্যের হাতে তুলে দেওয়া। দেশ ও মাটিকে রক্ষার্থে সবাইকে বিএনপির চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”বিএনপি প্রার্থী দাবি করেন, স্বাধীনতাবিরোধী শক্তিগুলো আজও দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। তিনি বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। দেশের ও দশের উন্নয়নে একমাত্র দেশনায়ক তারেক রহমানই রাষ্ট্র পরিচালনার ভরসা। তাই বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।”দৈহারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্যে রাখেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আল-বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার প্রমুখ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page