আনোয়ার হোসেন (নীলফামারী)প্রতিনিধিঃ।। সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। এসময় অগ্নি নির্বাপনের নানা কলাকৌশল প্রদর্শন করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুচরো ওয়্যার হাউজ ইন্সপেক্টর মফিদার রহমান তৌহিদ, কিশোরগঞ্জ এপির, প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায় ও জুনিয়র প্রোগ্রাম অফিসার তৃষ্ণা সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় ইউএনও প্রীতম সাহা বলেন,সবার সমন্বিত চেষ্টায় যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি। ইতিমধ্যে আমরা গাড়াগ্রাম ইউনিয়নে ঘূর্ণিঝড় দ্রুততার সহিত মোকাবেলা করতে সক্ষম হয়েছি।











মন্তব্য