জিয়া নরসিংদী শিবপুর প্রতিনিধি >>> গত ০৬ সেপ্টেম্বর, শনিবার গভীর রাতে নরসিংদীর শিবপুর মডেল থানাধীন উত্তর সাধারচর এলাকায় গরু চুরির ঘটনা ঘটে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় রুজু হওয়ার পর নরসিংদী জেলা পুলিশের একাধীক টিম অভিযান পরিচালনা করে (২২ সেপ্টেম্বর,) সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকা হতে ০৪ জন আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ০৪ জনই গরু চুরির কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, ১। মোঃ রাসেল (৩০), পিতা-মৃত ফিরোজ মিয়া, সাং-চিনিশপুর, থানা- নরসিংদী সদর, জেলা-নরসিংদী (ভাসমান), ২। মোঃ লিটন মিয়া (২২), পিতা-জমসের আলী, সাং-ডৌকাদি ক্লাবঘর ৩। মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা-হাফিজ উদ্দিন, সাং-ডৌকাদি ক্লাবঘর, উভয় থানা-মাধবদী, জেলা-নরসিংদী ও ৪. মোঃ সুমন মিয়া (২৬), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-ঝরণা বেগম, স্থায়ী: সাং-পূর্ব মুনসেফেরচর, থানা-শিবপুর, জেলা-নরসিংদী।











মন্তব্য