কলমেঃদিলরুবা
নতুন টিকেট নতুন গাড়ি
চলছে কেমন ঢাকার বাড়ি,
লোক বরণ্য মেট্রো রেল
ঝমঝম গাড়ির বেল।
ঢাকার মানুষ উপচে পড়ে
নিত্যনতুন গাড়ি চড়ে,
নয়াবিরাম আলোক সাজে
মেট্রোরেল ভাড়া করে।
অল্প সময় হাজারো ভীড়
চলে যায় আপন নীড়
ঢাকার শহর আজব শহর
গরীব লোকের অষ্ট প্রহর।
নতুন টিকেট যাবে গাড়ি
মেট্রোরেল আকাশ পাড়ি
রোজ রোজ টিকেট কেটে
চলছে গাড়ি আপন পটে।
মন্তব্য