৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ফরিদপুর
  • সালথায় ধান কাটা নিয়ে বাড়ি ঘরে হামলা, হত্যার হুমকি 
  • সালথায় ধান কাটা নিয়ে বাড়ি ঘরে হামলা, হত্যার হুমকি 

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের সালথা উপজেলার বল্লবদী  ইউনিয়নের বিষ্ণুনদী গ্রামে হাজী মোঃ সিদ্দিকুর রহমান শেখ এর নিজের জমি থেকে ধান কাটা নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের রকন শেখের ছেলে পান্নু শেখ গং হাজী মোঃ সিদ্দিকুর রহমান এর ভাইগ্না আনিছুর রহমান এর বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে এবং আনিছুর রহমান এর স্ত্রী মাবিয়া বেগম এর গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় বলে জানান।বিষ্ণুনদী গ্রামের মৃত আলেম শেখ এর ছেলে  হাজী মোঃ সিদ্দিক শেখ ৬৪ নং বিষ্ণুনদী মৌজার ৫৫০,৬৪১,৫৯৪ নং খতিয়ানের দাগ নং ১২৩২,১২৩৩,১২৩৪,১২৩৫,১২৩৮,১২৩৯,১২৪০,১২৪১ মোট ১ একর ৭৮ শতাংশ জমির মধ্যে ৭০. ৫০ শতাংশ জমি ডিগ্রি মূলে মালিক।হাজী মোঃ সিদ্দিকুর রহমান বলেন,আমার পৈতৃক সম্পত্তি ভুলবশত প্রতিপক্ষের  এলাচি শেখ ও রকন শেখ এর নামে বি,এস রেকর্ড হয়।রেকর্ড সংশোধনের জন্যআমি বাদী হয়ে ১৯৯৭ সালে দেওয়ানী আদালত মুনসেফ কোর্টে মামলা করি।২০০৫ সালে আদালত থেকে ডিগ্রি প্রাপ্ত হই।এছাড়া ১৭ বছর ধরে জমিতে চাষাবাদ করে আসছি। পতিপক্ষ পান্নু শেখ,খলিল শেখ,গফফার শেখ,সবুজ শেখ,ফজলু শেখ গং কয়েকবার জমি থেকে পাট,ধান কেটে নিয়ে যায়।থানা পুলিশের সহযোগীতায় মিমাংসা হলেও গত শনিবার আমার জমি থেকে ধান কেটে বাড়িতে আনায় পতি পক্ষরা আমার ভাগ্নের বাড়িতে হামলা চালায় এবং তাদের মারপিট করে গলার স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে যায়।প্রতিপক্ষ গংরা  দেড় যুগ ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।এখন আমি সহ আমার লোকজন তাদের ভয়ে আতংকে রয়েছি।এবিষয়ে প্রতিপক্ষের  বাড়িতে গিয়ে তাদের না পাওয়ায় পান্নু শেখের মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি বলেন আমরা জমির জোতের মালিক হাজী মোঃ সিদ্দিকুর রহমান তারা জমির মালিক না।আনিছুর রহমান বলেন,বাড়িঘরে হামলা মারপিট করায় প্রতিপক্ষ গংদের নামে মামলা করবো।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page