১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে

ইতিবাচক কথা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে মোসাম্মৎ কামরুন নাহার বেগম রাঙামাটি >>> শিশুরা খুবই স্পর্শ কাতর। তাদের মনে যখন যা করতে ইচ্ছে করে তখনি তা করতে দেয়া উচিত তাদের কখনো বাধা দেয়া যাবে না বা না বোধক শব্দ টি তাদের জন্য ব্যবহার করা উচিত হবেনা এতে কেবল শিশু মনে আঘাত পাবেনা বরং তাদের মনে যে স্বপ্ন আকা ছিল তা চিরতরে মন থেকে উঠে যাবে । কচি মনটা হয়ে যাবে স্থবির পড়ার প্রতি তার আগ্রহ হারিয়ে যাবে, ইচ্ছে টাই ডুবে যাবে সমুদ্রের অতল গভীরে যেখানে তৃষ্ণা নামের কাউকে খুঁজে পাওয়া যাবে না সব আনন্দ গুলো যেন ছবির মতো এক যায়গা য় দাড়িয়ে থাকবে । তাই আসুন কচিমনে র অবুঝ ভাষা গুলো পড়ার জন্য আমি আমরা সবাই ইতিবাচক হই । ইতিবাচক কথা বলে শিশু মনে জাগ্রত করি শিক্ষা র তৃষ্ণা , যা দিয়ে শিশু গড়তে পারে তার সুন্দর পৃথিবী , যেখানে কোনো বাধা থাকবে না থাকবে শুধু খুশি আর আনন্দ। তবে ই আসবে শিখনের স্বার্থকতা।শিশুরা সবসময় অনুকরণ করতে পছন্দ করে । তারা অনুকরণ করেই বেশি শিখে তাই তাদের কথা মাথায় রেখে আমাদের সবসময় কথার মানদন্ড মেপে ইতিবাচক কথা বলতে হবে। আমাদের মাধ্যমেই গড়ে উঠবে আগামীর কর্ণধার। চারিদিকে ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের ধারাবাহিকতা। থাকবেনা কোনো অন্তরায়। সীমাহীন আনন্দ মুখর পরিবেশে তারা ছুটোছুটি করে শিখবে নিজের মত করে । আর তখনই কোমলপ্রাণের শিক্ষর্থীদের শিখন টা হবে দীর্ঘস্থায়ী।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page