রাজীবপুর (কুড়িগ্রাম ) প্রতিনিধি>>> সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে শিক্ষকরা।শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিকের সহকারী শিক্ষক পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সহকারি শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,সাবিনা খাতুন,বেলাল হোসেন,রফিকুল ইসলাম,আমিনুল ইসলাম আজাহার মাষ্টার প্রমুখ।মানববন্ধনে বক্তারা বৈষম্য নিরসন করে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।নইতো পরবর্তিতে সারাদেশে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।











মন্তব্য