৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাহিরপুর টিটিসি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। নিজেদের চরিত্র ও আচরণ সংশোধন করতে হবে-ডিসি জাহিদুল দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী নেতারা  “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক ০১ পটিয়ায় ডিএনসির পৃথক অভিযানে ১৩হাজার ইয়াবা সহ ৩জন গ্রেফতার রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২ রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুড়িগ্রাম
  • নাগেশ্বরীর বল্লভেরখাসের সাব-রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের হাতে আলাদিনের চেরাগ!
  • নাগেশ্বরীর বল্লভেরখাসের সাব-রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের হাতে আলাদিনের চেরাগ!

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কুড়িগ্রাম প্রতিনিধি>>> রংপুর মহানগর আওয়ামী লীগের নেতা ও অর্থদাতা নাগেশ্বরী উপজেলার প্রফুল্ল চন্দ্র মন্ডল মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকরি করাকালীন সময়ে গত ২০১০খ্রিঃ ভূয়া মুজিব নগর সার্টিফিকেটের মাধ্যমে সাব-রেজিস্টার চাকরিতে যোগদান করে বিভিন্ন উপজেলায় চাকরি করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ করেছেন।ঢাকা তেজগাঁও শিল্প এলাকার সাব রেজিস্টার অফিসে কর্মরত থেকে অবাধে দুর্নীতি করে অবৈধভাবে অর্থের পাহাড় গড়েন এবং চলতি বছরে দিনাজপুর সদর সাব-রেজিস্টার অফিস থেকে অবসরে আসেন।তার ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে।অনুসন্ধানে জানা যায়,কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়নপুর ইউনিয়নের মদনেরচর এলাকার মৃত মদন চন্দ্র মন্ডলের পুত্র প্রফুল্ল চন্দ্র মন্ডল মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে চাকরিকালীন সময়ে বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় সামান্যতম জমি কিনে দুটি টিনের ঘর তুলে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকরির সময় অভাব অনটন ছিলো তার নিত্যসঙ্গী।তিনি একটি পুরনো বাইসাইকেল দিয়ে স্কুলে যেতেন।অতি কষ্টে স্ত্রী শ্রীমতি ত্রিবেণী মন্ডল,এক পুত্র তুষার কান্তি মন্ডল ও এক কন্যা শ্রীমতি পলি মন্ডল এর লেখাপড়া ও জীবন নির্বাহ করাতেন।২০১০খ্রিঃ মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক পদে চাকরি রিজেন্ট দিয়ে ভূয়া মুজিব নগর সার্টিফিকেটের মাধ্যমে সাব রেজিস্টার চাকরিতে যোগদান করে গাবতলা বাজার (কুমারপাড়া) সওজ রাস্তার পাশ্বে বদ্ধা চন্দ্র নামের এক ব্যক্তির জমি ক্রয় করে সে জমিতে প্রায় দুই কোটি টাকা দিয়ে নির্মান করেছেন ৩ তলা স্বর্ণকমল প্রাসাদ একটি বাড়ি,রংপরে কিনেছেন ১কোটি টাকা দিয়ে বিশালবহুল ফ্লাড।শুধু তাই নয় স্ত্রী শ্রীমতি ত্রিবেণী মন্ডল,এক পুত্র তুষার কান্তি মন্ডল ও এক কন্যা শ্রীমতি পলি মন্ডল এবং তার সহধর্মিণীর ভাই কালীগঞ্জ ইউনিয়নের কুমেদপুর (কপালীপাড়া) গ্রামের দিনোবন্ধু সরকারের পুত্র বিশ্বনাথ চন্দ্র সরকার,রবীন্দ্রনাথ সরকার সহ গাবতলা স্বর্ণকমল প্রাসাদের কেয়ারটেকার গোবিন্দ চন্দ্র মজুমদারের নামে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করেছেন।মাদারগঞ্জ পারেরভিটা গ্রামের নুর ইসলাম (নন্দীয়ান মহাজান) এর গাবতলা বাজারে ২০শতক জমিতে মার্কেট ৩৭লাখ টাকায় ক্রয় ও রেজিস্টারী করে নেয় প্রফুল্ল চন্দ্র মন্ডল তার শেলক বিশ্বনাথ চন্দ্র সরকারের নামে। কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম সরকারের ৩২শতক জমি ৬লাখ টাকা, নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চরের বাসিন্দা আব্দুর রশীদের গাবতলা মোল্লাপাড়া গ্রামের ৯১শতক জমি ১৫লাখ টাকা এবং গাবতলা মোল্লাপাড়া গ্রামের সমর উদ্দিন সরকারের পুত্র ইউনুছ আলী সরকার ও ইউছুব আলী সরকারের ৮১শতক জমি ১৬লাখ টাকা এবং গাবতলা হাজীপাড়া গ্রামের আব্দুল গফুর হাজির ৫বিঘা জমি ৩০লাখ টাকাসহ পিয়ামারী, কুমারপাড়া ও চেয়ারম্যানপাড়া গ্রামে এক পুত্র সন্তান,স্ত্রী ও শেলকের নামে বেনামে ক্রয় করেছেন প্রায় ৩০ থেকে ৪০বিঘা জমি এবং কচাকাটা গাবতলা থেকে রংপুর যাতায়াতের জন্য কিনেছেন এসি প্রাইভেট কার এভাবে রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ। সাব রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের একমাত্র পুত্র তুষার কান্তি মন্ডল রংপুরে থেকে একটি কলেজে লেখাপড়া করেছেন এবং রংপুর মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী ও অর্থদাতা মর্মে ছাত্রলীগের নামে আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে আওয়ামীলীগ শাসন আমলে এই প্রতিনিধি কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এমনকি সাব রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডল আওয়ামীলীগ শাসন আমলে এই প্রতিনিধি কে বিভিন্ন রাজনৈতিক লিডার কে দিয়ে ফোন দেওয়া সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন।অপরদিকে সাব রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডল নারায়নপুর ইউনিয়নের মদনেরচর এলাকার মৃত মদন চন্দ্র মন্ডলের পুত্র।মৃত মদন চন্দ্র মন্ডলের মদনেরচরে অনেক পতিত বালু জমি রয়েছে এবং সে সব জমির সরকারের খাষ খতিয়ানে অন্তর্ভূক্ত।বর্তমানে সে জমির মামলা কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে চলমান।নারায়নপুর ইউনিয়নের মদনেরচর এলাকার জিয়াউর রহমান,মজিবুল হক,একরামুল হকসহ একাধিক স্থানীয়রা জানান,সাব রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের পিতা মৃত মদন চন্দ্র মন্ডলের মদনেরচরে অনেক পতিত বালু জমি রয়েছে এবং সে সব জমির সরকারের খাষ খতিয়ানে অন্তর্ভূক্ত।সে সব জমির মামলা কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে চলমান।প্রফুল্ল চন্দ্র মন্ডল সাব রেজিস্টার চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ করেছেন এবং বর্তমানেও জমি কিনে যাচ্ছেন।গাবতলা বাজারের আব্দুল জলিল,সৈয়দ আলী,সৈইফুর রহমান সহ অনেকে বলেন,সাব রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডল আমাদের এলাকার জমি তিনগুন মূল্য বেশী দিয়ে কিনছেন।গাবতলা বাজারে এক পরিবারের এক ভাইয়ের (জমি অতিরিক্ত টাকায়) ৭লাখ টাকা শতকে কেনার পায়তারা করায় ঐ পরিবারের মধ্যে অশান্তি আর মামলা চলছে।প্রফুল্ল চন্দ্র মন্ডলের অর্থের গরম ও ক্ষমতার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ।উধ্বতর্ন কর্তৃপক্ষের কাছে প্রফুল্ল চন্দ্র মন্ডলের দুর্নীতির সুষ্ঠু বিচার দাবি করছি।সাব রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাব রেজিস্টার চাকরি তো বোঝেন।বর্তমান আমাদের আওয়ামীলীগ সরকার নেই।দয়া করে সংবাদটি প্রচার করবেন না।রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    তাহিরপুর টিটিসি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
    ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা।
    নিজেদের চরিত্র ও আচরণ সংশোধন করতে হবে-ডিসি জাহিদুল
    দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী নেতারা 
    “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত
    চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা টোল প্লাজায় চেকপোষ্ট হতে পিস্তল ও গুলিসহ আটক ০১
    পটিয়ায় ডিএনসির পৃথক অভিযানে ১৩হাজার ইয়াবা সহ ৩জন গ্রেফতার
    রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২

    You cannot copy content of this page