৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> খেলাধুলা
  • আইসিসির সার্টিফিকেট পেয়ে আশরাফুলের চোখে নতুন স্বপ্ন
  • আইসিসির সার্টিফিকেট পেয়ে আশরাফুলের চোখে নতুন স্বপ্ন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জাতীয় দল এখন অতীত। মাঝে মাঝে মাঠে নামলেও সেই জৌলুস আর পাওয়া যায় না মোহাম্মদ আশরাফুলের মাঝে। শেষ হয়েছে তার পেশাদার ক্রিকেটের অধ্যায়। এখন তার চোখে নতুন স্বপ্ন। সেই স্বপ পূরণের একটি বড় পথ পাড়িও দিয়েছেন সাবেক এই অধিনায়ক।  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এখন স্বপ্ন জাতীয় দলের গুরু হওয়ার।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এরপর গণমাধ্যমকে জানান, স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।

    এর আগে আইসিসি থেকে স্বীকৃতি পাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্য আশরাফুল লেখেন, আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।

    টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোচিং কোর্স না করলেও চলে। আর ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল।

    গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page