আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী) চাটখিল প্রতিনিধি>>> চাটখিল পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মহাম্মদ আলী তরফদারের বড় ছেলে পৌরসভা বিএনপির বর্তমান যুগ্ম-আহবায়ক মহিন উদ্দিন তরফদারের ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত ৩০০ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল পৌর সভার ৯ টি ওয়ার্ডে জনসাধারণের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বি কে হানিফ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।মহিন উদ্দিন তরফদার জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ভাইয়ের নির্দেশনায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি।প্রথম ধাপে আমি ৩০০ পরিবার কে খাবার সামগ্রী দিয়েছি।ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দ্বিতীয় ধাপে আরো কিছু পরিবারের পাশে দাড়াবো।উল্লেখ্য ১৯৯৫ সালে তৎকালীন সাংসদ চাটখিল পৌরসভা প্রতিষ্ঠা করার পর মরহুম মহাম্মদ আলী তরফদারকে প্রাথমিক ভাবে পৌরসভা বিএনপি সভাপতি হিসাবে নির্বচিত করেন এবং প্রতিষ্ঠাতা পৌর সভাপতি হিসাবে তিনি কিছু দিন দায়িত্ব পালন করেন ।এরপর ১৯৯৬ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটিতে তিনি আহ্বায়ক ছিলেন ২০০২ সালে পৌরসভা বিএনপির পূর্নাঙ্গ কমিটিতে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয় ২০০৩ সালে তিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য পদে নির্বাচিত হন।একই বছর ২০০৩ সালে নোয়াখালী জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন।সর্বশেষ ২০০৬ সালে দলের সিদ্ধান্ত অনুযায়ী পুণরায় তাকে পৌর-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়, ২০১১ সালের জুন মাসের ২৯ তারিখে তিনি তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
মন্তব্য