মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া খেয়া ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে মোঃ কাকন হাওলাদারের দোকান পুড়ে ছাঁই হয়ে গিয়েছে।বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান ডিজেল পেট্রোল এবং সিলিন্ডার গ্যাসের আগুনের দাবদাহর কারণে দোকানের কাছে গিয়ে আগুন নিভাতে পারিনি।দোকানের মালিক কাকন হাওলাদার জানান,আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে গ্যাসের সিলিন্ডার,পেট্রোল,ডিজেলের ব্যারেল, এবং হার্ডওয়ার্কের মালামাল কসমেটিক,মোবাইল ফোন মুদি ও কনফেকশনারী মালামাল আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানের আনুমানিক ত্রিশ লক্ষ টাকার মালামাল পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে এবং কোন কিছু আমি রক্ষা করতে পারিনি। তিনি আরো বলেন আমার গরু বিক্রির ৬ লক্ষ টাকা দোকানে ছিল সে টাকা গুলো পুড়ে গেছে এখন আমি নিঃস্ব হয়ে গেছি আমার কোন কিছু আর রইল না।সাবেক ইউপি সদস্য মোঃ আবু বক্কর হাওলাদার বলেন থানায় একটা জিডি করেছি তারা তদন্ত করে দেখবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে।











মন্তব্য