২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ। রাজশাহীর পদ্মায় ‘বিলুপ্ত’ কুমির! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোদাগাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী এখন দূষণে শীর্ষে পবার বিউটি হত্যা মামলায় মিলল এক আসামির স্বীকারোক্তি চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ
  • প্রচ্ছদ
  • খেলাধুলা >> রাজশাহী
  • বড়বাড়িয়া প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন জান্নাতুল রিয়েল এস্টেট
  • বড়বাড়িয়া প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন জান্নাতুল রিয়েল এস্টেট

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>> রাজশাহী পবা উপজেলার বড়বাড়িয়াতে,বড়বাড়িয়া সিজন-৩ প্রিমিয়ার লীগ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুত্রুবার(২১জুন)বিকেলে এই ফাইনাল খেলায় জান্নাতুল রিয়েল এস্টেট – ১৫৭ রানে টার্গেটে দলীয় রানে অপরদল(ফায়ার ফাইটার)-৩৪ রান করে-১২৩ রানে পরাজিত হয় ফায়ার ফাইটার ।চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন,জান্নাতুল রিয়েল এস্টেট মোঃ জিয়াউর ইসলাম এবং রানার-আপ (ফায়ার ফাইটার)অধিনায়ক ছিলেন নয়ন।খেলায় প্রধান অতিথি ছিলেন,নব-নির্বাচিত চেয়ারম্যান,ফারুক হোসেন ডাবলু,পবা উপজেলা,রাজশাহী।এসময় তিনি বলেন,হার-জিত থাকবে।উভয় দলকে ভাল ও নান্দনিক খেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।সেইসাথে আগামীতে ম্যাচের প্রাইজ মানি বৃদ্ধি করার ঘোষণা দেন।তিনি বলেন, আগামী বছরে মাঠ ও সুন্দর করে গড়ে তোলা হবে। এবং প্রতিবারের ন্যায় আগামীতে তাঁর সহযোগিতা থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেন তিনিসহ অন্যান্য অতিথিবৃন্দ।উল্লেখ্য,টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং ম্যান অব টুর্নামেন্টকে ক্রেস্ট দেন অতিথিরা।প্রধান অতিথি এই সকল খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।এদিকে পুরস্কার বিতরনের পূর্বে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় কমিটির পক্ষ থেকে।সেইসাথে প্রতিটি দলকে ক্রেষ্ট দিয়ে সম্মানীত করেন আয়োজক কমিটি।এই লীগ চলতি ১ মাসের মধ্যে শেষ করা হয়।লীগে মোট ৬টি দল অংশগ্রহন করছিলো।প্রতিদিন দুইটি করে দলের খেলা অনুষ্ঠিত হয় বলে আয়োজক কমিটি সূত্রে জানা যায়।বিষেশ অতিথি ছিলেন, ইউপি মেম্বার( ৪,৫নং)মোঃ সিরাজুল ইসলাম (বাঘু),দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,বড়বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃতৌফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বখতিয়ার রানা রংলাল এবং খেলায় স্পন্সার জান্নাতুল রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা মোঃ জিয়ারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page