আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ঘূর্ণিঝড় রেমালে স্থানীয়দের সতর্ক করতে বরগুনার পাথরঘাটায় প্রচারণা শুরু করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ মে) বিকেলে পাথরঘাটা পৌরসভাসহ ও লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে কোস্টগার্ডের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়।সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য গতিপথ হতে পারে বরিশাল বিভাগ। এ কারণে বরগুনার পাথরঘাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। সমুদ্র তীরবর্তী এ উপজেলার অনেক বাড়ি-ঘর এখনও কাঁচা। তাই স্থানীয়দের আগেভাগেই সতর্ক করতে কোস্টগার্ড প্রচারণা শুরু করেছে৷এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শাকিব মেহবুব বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রুপান্তর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে পাথরঘাটা উপজেলার স্থানীয় অধিবাসীদের সতর্ক করতে আমরা আগেভাগেই প্রচারণা শুরু করেছি।তিনি আরও বলেন, ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাথরঘাটা উপজেলার বাসিন্দাদের জন্য আমরা তিন ধাপে প্রচারণা চালানোর চালানোর পরিকল্পনা নিয়েছি। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমাদের প্রচারণার পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’
মন্তব্য