৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নেত্রকোনা
  • সেতুতে গর্ত,ভোগান্তিতে যানবাহন ও পথচারী।
  • সেতুতে গর্ত,ভোগান্তিতে যানবাহন ও পথচারী।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ জুয়েল রানা কলমাকান্দা নেএকোনা প্রতিনিধি>>> সেতু যেনো মরণ ফাঁদ,সেতুর একপাশে সৃষ্টি হয়ছে বিশাল গর্তের।আবার আরেকদিকে রেলিং পুরোটাই ভেঙে গেছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।প্রায় এক বছর ধরে এভাবেই ধীরে ধীরে গর্ত বড় হচ্ছে।নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর এলাকায় কমল বিলের ওপর নির্মিত সেতুটির এই অবস্থা।সরেজমিনে ঘুরে দেখা গেছে,সেতুটির উঠা-নামার অংশে বড়সড় গর্ত তৈরি হয়েছে।এছাড়া একপাশের রেলিং প্রায় পুরোটাই ভেঙে গেছে।সেতুটির এমন বেহাল দশায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়’সহ পথচারীরা। সেইসাথে রেলিং ও সেতু ভেঙে গিয়ে বেরিয়ে গেছে রড।এই ব্রীজের ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ আসা-যাওয়া করে থাকেন।এমনকি স্কুল কলেজে পড়ুয়া প্রায় দুই শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে।সেতুটির এমন বেহাল দশায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা,লরি গাড়ি,মাইক্রোবাস,সিএনজি ও মোটরসাইকেল।স্থানীয়দের অভিযোগ,প্রায় এক বছর পার হলেও সেতুটির কোন সংস্কার কাজ করেননি কর্তৃপক্ষ। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।এছাড়াও অনেক সময় গর্তের কারণে দুর্ঘটনা ঘটেছে।তাই দ্রুত সেতু সংস্কারের দাবি স্থানীয়দের।নাজিরপুর ইউনিয়নের,হরিপুর গ্রামের নুরুল ইসলাম বলেন,এই সেতুর ওপর দিয়ে লেংগুরা ও নাজিরপুর ইউনিয়নের মানুষ জেলা শহরে আসা যাওয়া করে।এছাড়া কৈলাটি ইউনিয়ন সহ আরও অন্তত ৫০টি গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন এ সেতুর ওপর দিয়ে।প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহনও চলাচল করে।এই জায়গায় অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে।এবিষয়ে কথা হয় এলজিইডি কলমাকান্দা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসনের সঙ্গে,তিনি বলেন,সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন হলে দ্রুতই কাজ শুরু হবে।কলমাকান্দা উপজেলা প্রকৌশলী শুভ্র দেব চক্রবর্তী বিদায় জনিত কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page