মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংস্কৃতি মণ্রালয়ের পৃষ্ঠপোষকতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ(১৪৩১বঙ্গাব্দ)উদযাপিত হয়েছে।রবিবার(১৪এপ্রিল) সকাল থেকে উপজেলা হলরুমে আলোচনা সভা,চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বর্ষবরণের সম্মিলিত গানের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক জোটের উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন মহলের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা মাঠে (০৭)দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।বিকেলে বাবা-মা পরিজনের সাথে মেলায় ঘুরতে আসা নাইম হাসান জানায়,ঢাকায় থাকাকালে স্কুল এবং মা-বাবার ব্যস্ততার কারণে বাড়তি কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এইবার গ্রামে ঈদ করতে এসে বাড়তি আনন্দ পেয়েছি। বাবার মুখে শুনেছি গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার,যেমন মুড়ি-মুড়কি,হাতে বানানো হাতি,ঘোড়া,মাটির কলস নানান তৈজসপত্র ইত্যাদি।আমার চাচাতো বোন সাথীসহ সবাই খেলনা ট্রেন ও নাগরদোলায় ওঠে খুব মজা পেয়েছি।এ বিষয়ে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসাইন পাটোয়ারী এ প্রতিবেদককে বলেন,ঈদ এবং বাংলা নববর্ষ কাছাকাছি সময়ে হওয়ায় উপজেলাবাসীর মধ্যে বাড়তি আনন্দ যোগ হয়েছে।
মন্তব্য