মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> ঈদুল ফিতরের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুরা সমুদ্র সৈকতে ছুটে যান।এবার ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা।ইতোমধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং শুরু হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন,ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকবে সাগরকন্যা।জানা গেছে, কুয়াকাটায় ঘুরতে যাওয়া দর্শনার্থীদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ ছাড়া জোরদার করা হয়েছে উদ্ধার কার্যক্রম।ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম বলেন, পুরো রমজান মাস পর্যটক শূন্য ছিল কুয়াকাটা।এই সময়ে হোটেল-মোটেলগুলো আরও পরিপাটি করা হয়েছে।সৈকত দীর্ঘদিন ফাঁকা,পুরো এলাকা ঝকঝক করছে।বর্ষার শুরুতে সৈকতে উঁচু ঢেউ,জেলেদের মাছ ধরার দৃশ্য নজর কাড়বে সব বয়সী মানুষের।এসব কারণে ঈদের ছুটিতে লাখো ভ্রমণপিপাসুর আগমন ঘটবে।দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতার পাশাপাশি তিনজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট,স্কাউটের প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক ও সৈকতে রেসকিউ টিম প্রস্তুত থাকবে।বাড়তি ভাড়া আদায় প্রতিরোধ ও হয়রানি বন্ধে নজরদারি করা হবে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।লেম্বুরবন থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।পর্যটকদের সেবায় জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য