নিউজ ডেক্স>>> পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়ে বিশেষ মূল্য ছাড়ে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।আজ ১৭ মার্চ রোববার বিকেল সাড়ে ৩টায় ফিতা কেটে তিনি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।বসুন্ধরা গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের এজিএম বোরহান উদ্দিন,ডিভিশনাল ইনচার্জ আক্তার হোসাইন,টেরিটরি ইনচার্জ জাহিদুল ইসলাম ও ডিপো ইনচার্জ রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।বসুন্ধরা গ্রুপের পণ্য বিক্রির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,পবিত্র মাহে রমজানে কতিপয় সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রেখে মুল্য বৃদ্ধি করার কারণে সাধারণ সাধারণ ভোক্তা কষ্ট পাচ্ছে।বসুন্ধরার মতো অন্যান্য খাদ্য উৎপাদনকারী নিত্যপ্রয়োজনীয় এগিয়ে এসে খোলা বাজারে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করলে সাধারণ ভোক্তাদের কষ্ট লাঘব হবে।বসুন্ধরা গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের এজিএম বোরহান উদ্দিন বলেন, পুরো রমজান মাস জুড়ে সাধারণ ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্য পণ্য বিক্রি অব্যাহত থাকবে।সয়াবিন ১ লিটার ১৫৫ টাকা,আটা ১ কেজি ৪৮ টাকা,ময়দা ১ কেজি ৬০ টাকা, সুজি ২৫০ গ্রাম ২০ টাকা,মসুর ডাল ১ কেজি ১৪০ টাকা,সেমাই ২০০ গ্রাম ২৫ টাকা,লাচ্ছা সেমাই ২০০ গ্রাম ৩৫ টাকা, মাসালা নুডুলস ৮ প্যাক ১১০ টাকা, হলুদ ৫০০ গ্রাম ১৭৫ টাকা,মরিচ ৫০০ গ্রাম ৩১৫ টাকা, ধনিয়া ৫০০ গ্রাম ১৭৫ টাকা,জিরা ৫০০ গ্রাম ৭৭৫ টাকা,হালিম মিক্স ২০০ গ্রাম ৫০ টাকা,বসুন্ধরা চা ২০০ গ্রাম ৮০ টাকা ও চিনিগুড়া চাল ১ কেজি ১৪১ টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।
মন্তব্য