স্টাফ রিপোর্টার>>> কুড়িগ্রামে পিতার সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সানজিদা খাতুন (১২) নামের এক কওমী মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (৭মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত সানজিদা খাতুন জেলার ভূরুঙ্গামারী উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের হুচারবালা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্হানীয়রা জানান,নিহত সানজিদা তার পিতার সাথে সাইকেলে ভুরুঙ্গামারী বাড়ী ফেরার পথে সোনাহাট সেতুর উপর পাটাতনে সাথে সাইকেলের ধাক্কা লেগে সানজিদা সাইকেল থেকে ছিটকে পড়ে যায়।এসময় সোনাহাট স্থলবন্দর গামী ট্রাকের চাকায় পিষ্ট হয়।তাকে মুমুর্ষ অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনা নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন,সড়ক দুর্ঘটনার শিকার শিশুটির নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।লাশের সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











মন্তব্য