মো: মনজুর আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি>>> দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া সাংবাদিক সমিতি নামে নামকরণ করে সাংবাদিকদের একি সাড়িতে ঐক্যবদ্ধ ভাবে পথচলা ও একি প্ল্যাটফর্ম নিয়ে এসে সাতকানিয়া সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।৫ মার্চ মঙ্গলবার দুপুরে সাতকানিয়ার কেরানীহাটে অস্থায়ী কার্যলয়ে আহবায়ক কমিটির সভায় ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে (এনটিভি/ একুশে পত্রিকা) প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর’কে সভাপতি ও (ভোরের কাগজের) প্রতিনিধি মুহাম্মদ নাজিম উদ্দিন’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি মোঃ নাছির (বিজয় টিভি),সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সবুজ (দৈনিক সাঙ্গু),সহ-সম্পাদক তারেকুল ইসলাম (মানবজমিন),অর্থ সম্পাদক মিজানুর রহমান রুবেল (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ),প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন (আমাদের সময়),দপ্তর সম্পাদক মো. রমজান আলী (দৈনিক বাংলাদেশ টুডে/ভোরের আকাশ),নির্বাহী সদস্য মামুন মুহাম্মদ (দৈনিক প্রথম আলো),মুহাম্মদ জাহাঙ্গীর আলম (দৈনিক কালের কণ্ঠ/আজাদী),মনজুর আলম (দৈনিক নয়া দিগন্ত),মো. হারুন অর রশিদ (জিটিভি),ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ),মো. শহীদুল ইসলাম (চাটগাঁর সংবাদ),নূরুল আমিন (ভোরের ডাক),জোবাইর বিন জিহাদী (দৈনিক বায়ান্ন) ও সৈয়দ জোনাইদ মুহাম্মদ হাবিব উল্লাহ (দৈনিক ইনকিলাব)।











মন্তব্য