ইমরান হোসেন স্পোর্টস রিপোর্টার ঢাকা>>>গতকাল রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ফাইনাল শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।এমন ঘটনায় অপূরণীয় ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এই দুঃখজনক ঘটনায় শোক জানিয়ে এক বিবৃতিতে বিসিবি বলেছে,‘আমাদের চিন্তা ও প্রার্থনা সেই পরিবারের জন্য যারা এই অকল্পনীয় ট্রাজেডিতে নিজেদের প্রিয়জনকে হারিয়েছে।’‘যারা আগুনে পুড়ে গেছে ও আহত হয়েছে আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
মন্তব্য